অবতক খবর,কলকাতা,সুমিত,২০ এপ্রিল: চলতি মাসের গোড়ার দিকে ছেলের জন্য অনলাইনে বই কিনছিলেন বিধাননগরের বাসিন্দা সঞ্জীব সরকার। ইন্টারনেটে কলেজ স্ট্রিটের এক বইয়ের দোকানের হদিস পেয়ে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে বাড়িতে বইয়ের ডেলিভারি চান তিনি। ফোনের অপর প্রান্ত থেকে উত্তর আসে, বই ডেলিভারি হয়ে যাবে, তবে টাকাটা অগ্রিম দিতে হবে। সঞ্জীববাবু এই প্রস্তাবে রাজি হন, এবং তাঁর ফোনে একটি লিংক পাঠানো হয়। এর পরের ঘটনা হয়তো আন্দাজ করতে পারছেন অনেকেই। লিংকে ক্লিক করে নিজের ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য শেয়ার করতেই তাঁর কার্ডে খরচ হয়ে যায় ১ লক্ষ ১৯ হাজার টাকা।

হতভম্ব সঞ্জীববাবু দ্বারস্থ হন পোর্ট ডিভিশন সাইবার শাখায়। সরাসরি পোর্ট ডিভিশন সাইবার শাখা এলাকার অন্তর্ভুক্ত না হলেও দ্রুত তদন্তে নেমে তারা জানতে পারেন, চোরাই টাকা খরচ করা হয়েছে এক নামী বেসরকারি সংস্থার অনলাইন বিপণিতে। সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ফোন এবং ইমেইল মারফত যোগাযোগ করে সেই টাকায় কেনা মালপত্রের ডেলিভারি আটকে পোর্ট ডিভিশন সাইবার শাখা। গতকাল সঞ্জীববাবুর অ্যাকাউন্টে ফেরত এসেছে চুরি যাওয়া টাকার পুরোটাই।