অবতক খবর,২০ জুলাইঃ মুখ্যমন্ত্রীর পছন্দের রং নীল-সাদা। আনুষ্ঠানিকভাবে কলকাতায় শুরু হল নীল-সাদা অটোর অধ্যায়। আপাতত দুটো নীল-সাদা অটো দিয়ে আজ থেকে কলকাতায় যাত্রা শুরু করল নতুন ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-অটো।

অটো চালালেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরীক্ষামূলকভাবে আপাতত শহরের উত্তর ও দক্ষিণ অংশে দুটি অটো চলবে। তারপর নির্মাতা সংস্থার কাছে টেন্ডার পাঠাবে শহরের অটো বিক্রয়কারী ডিলাররা। ফিরহাদ হাকিম বলেন, হরিয়ানায় তৈরি হয়েছে এই লিথিয়াম ব্যাটারি চালিত অটো।

যে লিথিয়াম ব্যাটারি তৈরি হয়েছে সিঙ্গুরের হিমাদ্রি কেমিক্যাল কারখানায়। আগের অটো থেকে এই অটো অনেকটাই যাত্রী স্বাচ্ছন্দ্যের। এই অটোর পিছনের বসার আসন সাধারণ অটোর থেকে কিছুটা চওড়া। ফলে এই অটোয় সফরও অত্যন্ত আরামদায়ক।