অবতক খবর,২৩ ফেব্রুয়ারি: ‘আনিস খুনে গ্রেফতার দু’জন পুলিশকর্মী। ঘটনার সঙ্গে পুলিশ-যোগের প্রমাণ মিলেছে। আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমতার ঘটনার সঙ্গে কোন পুলিশের কী ভূমিকা, মিলেছে তথ্য’, খবর পুলিশ সূত্রে।

সাংবাদিক বৈঠকে ডিজিপি মনোজ মালব্য জানিয়েছেন, ‘আনিস খুনে রাজ্য পুলিশ সিট গঠন করেছে। নিরপেক্ষ তদন্ত হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার। সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে। কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আনিস খানের দেহের ফের ময়নাতদন্তের জন্য সিটের আবেদন। আগেই তিনজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ১৫ দিনের সত্য সামনে নিয়ে আসবে পুলিশ। পুলিশের সঙ্গে সহযোগিতা করুন’, আবেদন ডিজিপি-র।

‘কী হয়েছিল, পরে জানানো হবে’, বললেন ডিজিপি। তিনি আরও বলেছেন, ‘মৃতের পরিবার সুবিচার পাবে। যাঁরা গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধৃত দু’জন আমতা থানার পুলিশকর্মী।’