অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ আদিবাসীদের প্রকৃতির পুজোকে মান্যতা দিয়ে করম পুজায় মেতে উঠলো উত্তর ২৪ পরগনা জেলার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দেবক অধিবাসী সমাজ কল্যাণ পরিষদের মূল কর্ণধার বরুন সরদারের উদ্যোগে। আর এই পুজোকে ঘিরে তিন দিনব্যাপী সমস্ত গ্রামবাসীরা একত্র হয়ে উন্মাদনায় মেতে উঠতে দেখা গেল। আদিবাসীদের নৃত্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের হাতে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে মশারিও তুলে দেওয়া হয়। মূলত পরিবেশের ভারসাম্য বহাল রাখার উদ্দেশ্য নিয়ে রাত্রি যাপনের মাধ্যমে আদিবাসীদের এই কারাম পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবক অধিবাসী সমাজ কল্যাণ পরিষদের মূল কর্ণধার বরুণ সরদার জানান প্রকৃতিকে সুস্থ রাখার জন্য রাত জেগে তাদের এই কারামপূজার এই অনুষ্ঠান। দেখুন মামুদপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট।