অবতক খবর, সংবাদদাতা :: নিজেদের দাবি আদায় এবং অধিকার প্রতিষ্ঠা করতে পূর্ব জেলা অতিরিক্ত জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিল চারটি সংগঠন। সোমবার আদিবাসী অধিকার মঞ্চ, সামাজিক ন্যায় মঞ্চ ও পশ্চিম বঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের উদ্যোগে ডেপুটেশন দেওয়া হল এদিন।মিছিল করে তারা জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হয়।

মিছিলে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তারা অতিরিক্ত জেলাশাসকের দপ্তরে হাজির হয়। কার্জন গেট এর সামনে জমায়েত করে তা অবস্থান-বিক্ষোভ করে এবং একটি প্রতিনিধিদল জেলাশাসক এর সাথে দেখা করে এবং তাদের দাবি জানান।এদিন তারা দশ দফা দাবি জানান অতিরিক্ত জেলাশাসকের কাছে ।

তাদের দাবিগুলো যেমন ,সমস্ত বস্তিবাসী মানুষকে জমির সত্ব দিতে হবে ,পুনবার্সন ছাড়া কনো বস্তি উচ্ছেদ চলবেনা ,রাজ‍্যের তপশিলি ও আদিবাসীদের ছাত্র ছাত্রীদের নির্ধারিত সমস্ত বন্ধ হোস্টেল চালু করতে হবে ও ইত্যাদি ।

এসবের পাশাপাশি এদিন বর্ধমান শহরে বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেন আদিবাসী সম্প্রদায়। তারা বলেন, রাজ্যে কয়েকদিন পরে নির্বাচন। তার আগে বর্ধমানে এভাবে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে প্রশাসনকে নজর দিতে বলেছি।