কালো মানুষ জর্জ ফ্লয়েড সমগ্র দূনিয়া জুড়ে এখন এক উদ্বেলিত নাম। আট মিনিট ছেচল্লিশ সেকেন্ড তাঁর গলদেশে হাঁটূ চেপে শ্বাসরোধ করে খুন করেছিল শ্বেতাঙ্গ পুলিশ। তাঁর শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে মিনিয়াপলিস নর্থ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ৪ জুন। সেখানে কি হয়েছে শুনুন…

আট মিনিট ছেচল্লিশ সেকেন্ড
তমাল সাহা

সূর্য অস্ত চলে যায়
তবুও আমি শিখি।
সূর্যই আমাকে সমস্ত কিছু
আলো ফেলে ফেলে দেখায়।
কত যে ভুল শিখেছি!
তা এখন ধরা পড়ে।
কিন্তু শুধরোবার সময় পাই কোথায়
বেলা বয়ে যায়, বেলা পড়ে যায়।

এতোদিন জানি
প্রিয় শোকজ্ঞাপনের সময় মাত্র
এক মিনিট নীরবতা।
শান্ত হয়ে মাথা নীচু করে থাকা।

আট মিনিট ছেচল্লিশ সেকেন্ড
নতমস্তকে মাটির দিকে ঝুঁকে থাকা যায়?
যায়! সেটা ঘটে যায়
দুনিয়ার কালো মানুষ–
জর্জ ফ্লয়েডের স্মরণসভায়।

বাতাস বলে
এত সময় নীরবতা কেন,
কেন আট মিনিট ছেচল্লিশ সেকেন্ড?
সময়ের কি নেই কোনো দাম?
জনতা নীরব, শান্ত সমাহিত তখন,
নয় বিন্দুমাত্র উচ্ছ্বল উদ্দাম।

সেই হারামি শেতাঙ্গ পুলিশ
ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে রেখেছিল
আট মিনিট ছেচল্লিশ সেকেন্ড
তাকে করেছিল খুন।
নৃশংস ঘটনার মৌন প্রতিবাদ
মিনিয়াপলিস নর্থ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে,
আজ আট মিনিট ছেচল্লিশ সেকেন্ড
শ্রদ্ধায় অবনত থাকুন।

শ্রদ্ধার সঙ্গে আসে শপথ,
নির্মাণ হয় নতুন স্লোগান—
” আমাদের ঘাড় থেকে হাঁটু সরান।
জাগুন, এখন উঠে দাঁড়ান!”