আজ পঞ্চায়েত ভোট, তাই লিখি—

গণতান্ত্রিক শবগাথা

১) আমি

আমি জানিনা মানুষ কারে কয়?

শেষ রশ্মি অস্ত যায়
এখনও যদি চুপ থাকি
তবে তো প্রশ্ন উঠবেই
দেশ আমার কে হয়!

২) অন্ধ

অন্ধ হয়ে আছি
কবন্ধ হইনি এখনো
আরো চক্ষুষ্মান হতে চাই।
শ্রবণেন্দ্রিয় তাই উৎকীর্ণ রাখি
চতুর্দিকে এখনো
নিহতের আর্তনাদ শুনতে পাই।

৩) অন্ত্যমিল

গুলির সবচেয়ে ভালো অন্ত্যমিল খুলি
পড়ে থাকবে দেহ।
দেহের সবচেয়ে ভালো অন্ত্যমিল
হে মৃত্যু! কবিকে তুলে লহো!

৪) ক্ষমতা

দুহাতে রক্ত মেখেছে রাজা
সে এখন দক্ষ কসাই।
এই সেই দেশ পুণ্যতীর্থ—
জাগো রে ধীরে
বলে গেছেন রবীন্দ্রনাথ মশাই!