আজ ধর্মঘট
তমাল সাহা

রাধা প্রেম কৃষ্ণ প্রেম অনেক হলো
তুমি কখনো রাধা কখনো মীরা
লায়লা মজনু অনেক গল্প হলো
হাতে বিষাদের একতারা
বাকি রইলো না রোমিও জুলিয়েট!
কারা বসে আছে পথে
খিদে ভর্তি চুপসানো পেট?

কখনো নামলে না পথে দেখলে না সংকট
খিদে পেটে প্রেম হয় নাকি
তাহলে শব্দটি কেন সৃষ্টি হল ধর্মঘট!