অবতক খবর,১৭ জানুয়ারি : উত্তরবঙ্গ সফরে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের সফরে উত্তরবঙ্গ যাওয়ার পাশাপাশি মেঘালয়তেও যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অর্থাৎ আজ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে রওনা দিয়ে হাসিমারা এয়ার ফোর্স স্টেশনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মালঙ্গি ট্যুরিস্ট লজে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলায় পৌঁছে বুধবার হেলিকপ্টারে করে মেঘালয় যাবেন মুখ্যমন্ত্রী। মেঘালয় মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে রাজনৈতিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই সভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন।

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে রাজনৈতিক সভা যা নিঃসন্দেহে রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস মেঘালয়ে ক্ষমতায় এলে আগামী দিনে কী করবে, তার এক প্রকার ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার মেঘালয়ে ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বুধবার মেঘালয়ে রাজনৈতিক সভা করার পর আলিপুরদুয়ারেই হেলিকপ্টারে করে পৌঁছনোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।