অবতক খবর, ১৪ নভেম্বর : দিদি এখন একটা সেন্টিমেন্ট তুলে বাংলার মানুষকে তার পক্ষে রাখতে চাইছেন আজ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বললেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন দিদি যদি সত্যি কারের সততার রাজনীতি করতেন তাহলে তিনি বলতেন যে আমার নজরে যত দুর্নীতি এবং চোর ধরা পড়েছে যারা বাংলার বেকার যুবকদের ঠকিয়েছে আমি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। কিন্তু দিদি এসব কোনো কিছু বলছেন না। বাংলার দিদির যদি সততা থাকতো তবে গরু পাচারকারী তারই দলের নেতা কে বীরের সম্মান দেয়ার কথা তিনি বলতেন না। তিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনিই সমস্ত দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন এবং দুর্নীতির তিনি ভাগ খেয়েছেন। অধীর বলেন, আমি আগেও বলেছি আজকেও বলছি। আজকে তাই চোরের মুখে ধর্মের কথা শুনতে চাই না, তৃণমূল দল এই বাংলায় চুরি দুর্নীতিতে সম্পূর্ণরূপে জড়িত বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন একটি প্রবাদ বাক্য আছে আপনি আগে আপনার দলের চোরদের বাছুন তারপর বাংলার মানুষকে জ্ঞান দেবেন।