অবতক খবর,২৫ নভেম্বর,আসানসোল:- আজ ফের আসানসোলের সিবিআই আদালতে তোলা হবে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। গত 11 তারিখ অনুব্রত মণ্ডলকে সিবিআই আদালতে তোলা হয়েছিল। ঐদিন বিচারক অনুব্রতকে জেল হেফাজতের নির্দেশ দেয়। আজ সেই মেয়াদ শেষ হচ্ছে। পুনরায় আসানসোলের আদালতে অনুব্রত মণ্ডলকে এদিন যেমন তোলা হলো ঠিক অন্যদিকে দিল্লির রাউস এভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডির প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন এবং তারপরেই অনুব্রত মন্ডলের আইনজীবীর দিল্লির উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি নিয়েও দিল্লির উচ্চ আদালতে শুনানি রয়েছে। অনুব্রত মণ্ডল কে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি কি পাবে ইডি ? আদালত এ বিষয়ে কি রায় দেয় সেটাই দেখার।আজ ইতিমধ্যেই সকাল সাড়ে দশটা নাগাদ সিবিআই প্রতিনিধিরা আসানসোল বিশেষ সিবিআই আদালতে এসে পৌঁছায়।

আজ আসানসোলে বিশেষ সিবিআই কোর্টে অনুব্রত মণ্ডল পেশ করা হয়। যেখানে শুনানি হয় পুনরায় 14দিন জেল হেফাজতের আগামী 9তারিখে তাকে পূনরায় কোর্টে তোলা হবে।আজ অনুব্রত মণ্ডলের তরফে কোনো জামিনের আবেদন করা হয়নি।