অবতক খবর,৬ জানুয়ারি: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। এই অবস্থায় রাজ্যবাসীকে অযথা ভয় না পেয়ে সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও কোভিড সুনামির মাঝেও অনেকের বেপরয়ো মনোভাবে যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসকদের পাশাপাশি মুখ্যমন্ত্রীও বিরক্ত সেটা বুঝিয়ে দিয়ে তিনি জানালেন। ‘এখনও কিন্তু অনেকেই কথা শুনছেন না, মাস্ক (Mask) কিন্তু অনেকেই পরছেন না। রেস্তোরাঁয় খেতে যাওয়ার সময় মাস্ক থাকছে পকেটে, খেতে ঢোকার আগে মুখে চাপাচ্ছেন কারণ নাহলে রেস্তোরাঁয় ঢুকতে পারবেন না যে। আর মাঝের সময়টা গোটা রাস্তা মাস্ক থাকছে না মুখে।’

সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি রাজ্যের কোভিড পরিস্থিতি আগামী কয়েকদিনে কোনওরকম উন্নতি না হলে রাজ্যে আরও কড়া বিধিনিষেধ (Covid Regulation) আরোপ হতে পারে বলেও সতর্ক করে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ওয়ার্ক ফ্রম হোমে জোর দিন, এখন আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরেও সংক্রমণ বাড়লে কড়া পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে আরও কড়া বিধিনিষেধ হতে পারে।’

ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত ছড়াচ্ছে। বাড়িতে কেউ আক্রান্ত হলে, বাকি সদস্যরাও বাড়িতে থাকুন। সামান্য জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন। মাথায় রাখবেন আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্রশাসন জোর করে ফাইন করে মাস্ক পরাতে পারে না। মাস্ক পরার ব্যাপারে মানুষকেই সচেতন হতে হবে।’

রাজ্যে একাধিক কোভিড আক্রান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘করোনা আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করছি। আমি নিজেই জানি না কার কার কোভিড হয়েছে। এমনিতেই ৩ দিন জ্বর থাকছে, ৭ দিন আইসোলেশনে থাকতে বলেছে কেন্দ্র। আর একটা বিমানে একজনের থেকে অন্যরা আক্রান্ত হয়েছেন, প্রয়োজন ছাড়াই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। মাস্ক অবশ্যই পরুন, ছেলেরা মাথায় ক্যাপ পরুন। মহিলারা চুল ঢেকে রাখুন, ভয় পাবেন না। ৭-৮ দিনের মধ্যে ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যদিও হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজারের কিছু বেশি মানুষ।’