অবতক খবর,২৪ মে,মালদা:- ডিজেল-পেট্রোল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ কেন্দ্র সরকারের নানান দুর্নীতি ও রাজ্যকে বঞ্চনার প্রতিবাদ আগামী ১লা জুন মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহা মিছিল।
আর সেই মহা মিছিলের প্রস্তুতি সভা কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ অনুষ্ঠিত হলো, কালিয়াচক ২’নম্বর ব্লক অফিস চত্বর সুকান্ত ভবনে।

সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রতুয়া বিধানসভার বিধায়ক শ্রী সমর মুখার্জি মহাশয়। তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের জেলা সভাপতি এবং টাউন সভাপতি শ্রী নরেন্দ্রনাথ তেওয়ারী মহাশয়। এবং অঞ্চল ও ব্লক নেতৃত্বদের নিয়ে এই বৈঠক করা হয় এদিন । আগামী পয়লা জুন প্রত্যেক অঞ্চল ও ব্লক থেকে নেতৃত্বরা তৃণমূলের কর্মীদের মহামিছিলের উদ্দেশ্যে কিভাবে তারা নিয়ে আসবে শহরে, তার বিশদ আলোচনা হয় এই বৈঠকে।