অবতক খবর, বারাকপুর: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় পঞ্জীকরণ (এনআরসি) বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দিনেশ ত্রিবেদি বলেছেন, আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্যই আইন।’ এখানেই থেমে না থেকে দীনেশ ত্রিবেদী বলেছেন, মানুষের বিরোধিতার মুখে পরে মোদী শাহের সরকারকে সিএএ, এনআরসি বাতিল করতেই হবে।

তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘ মানুষের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই জারি রেখেছেন। মানুষ সংসদের ওপরে, সুপ্রিম কোর্টের ওপরে। মানুষের জন্য সুপ্রিম কোর্ট, মানুষের জন্য সংসদ। সবার প্রথমে  হয় মানুষ। মানুষ কি চায় এটাই বড় কথা। ‘