নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : জলপাইগুড়ি :     আংশিক লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ময়নাগুড়ি ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় আমরণ অনশনে বসলেন ময়নাগুড়ির এক যুবক অবনীশ রায়। তিনি বলেন, আংশিক এই লকডাউনে সাধারণ মানুষের হেনস্থার শিকার হতে হচ্ছে। এতে করোনা কোন মতেই মোকাবিলা করা সম্ভব নয়। সরকারের এই প্রয়াস ব্যর্থ প্রয়াস। যতক্ষণ পর্যন্ত আংশিক লকডাউন না উঠছে ততক্ষণ পর্যন্ত আমার অনশন চলবে।

তিনি বলেন এই আংশিক লকডাউন এর কারণে ছোট ছোট ব্যবসায়ীরা সর্ব শান্ত হচ্ছে। সাধারণ মানুষ ব্যাপক সমস্যার মধ্যে পড়ছে। সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল তিনটে থেকে পাঁচটা এর মধ্যে কি করোনা কম হয়। এই লকডাউন এর কোনো যৌক্তিকতা নেই। সেকারণে আমার অনশনে বসা। যতক্ষণ পর্যন্ত আংশিক লকডাউন না উঠছে ততক্ষণ পর্যন্ত আমার অনশন চলবে।