হক জাফর ইমাম :: অবতক খবর :: ২২শে,নভেম্বর :: মালদা :: অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ টালবাহানোর পরও তাঁদের স্থায়ী নিয়োগ করা হচ্ছে না। গরিমসি করে দিনের পর দিন পিছিয়ে দিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ১২২ জন অস্থায়ী কর্মী রয়েছেন। উপাচার্য স্বাগত সেনের কাছে বারবার দরবার করেও কোনও সুরাহা হয় নি। অভিযোগ, কখনও ২ মাস, কখনও ৩ মাস, কখনওবা ১ বছরের সময় নিয়েছেন তিনি স্থায়ী নিয়োগের জন্য, তবুও এখনও নিয়োগ করা হল না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি অস্থায়ী কর্মীদের জন্য স্বাস্থ্যসাথী থেকে বিভিন্ন সুযোগ সুবিধে দিয়েছেন। কিন্তু আমাদের এখানে কোনও সরকারি সুবিধে দেওয়া হচ্ছে না।