অবতক খবর,৭ এপ্রিল: অস্থায়ী ভাবে নিযুক্ত স্বাস্থ্য কর্মীদের কাজ নেই বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার অনশন আন্দোলনে সামিল হলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৬০ জন স্বাস্থ্য কর্মী। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ দিন সকাল থেকে বিক্ষোভ আন্দোলনে যোগ দেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এই স্বাস্থ্য কর্মীরা।

তাদের দাবি খাতায় কলমে শর্ত ছাড়াই একসময় কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবায় সব রকম ভাবে সহযোগিতা করেছেন এই সব স্বাস্থ্য কর্মীরা। আজ তাদেরকেই কাজ হারাতে হচ্ছে কেন? মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই প্রশ্নের সদুত্তর না দেওয়া পর্যন্ত জারি থাকবে এই আন্দোলন। সাফ জানিয়ে দিলেন মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা ।