অবতক খবর,১৭ জুন: শহিদ মিনারের নিচে প্রতিবাদরত এসএলএসটি চাকরি প্রার্থীদের লালবাজারে তুলে নিয়ে গিয়েছিল কোলকাতা পুলিশ। তাঁদের আটক করা হয়েছিল। সেই প্রতিবাদীদের মধ্যে থেকেই চারজন অসুস্থ হয়ে পড়েন বলে খবর৷ তাঁদের তড়িঘড়ি এসএসকেএম-এ নিয়ে আসা হয়। দু’জনকে চিকিৎসার পর ছেড়ে দিলেও বাকি দু’জন হাসপাতালে ভর্তি আছেন বলে খবর।

গত সত্তর দিন ধরে চাকরির দাবিতে শহিদ মিনারের নীচে আন্দোলন করছিলেন চাকরিপ্রার্থীরা। প্লাস্টিকের ছাউনি বানিয়ে, মাটিতে প্লাস্টিক পেতে তাঁরা আন্দোলন করছিলেন। এরা ২০১৬ সালের প্যানেলের চাকরিপ্রার্থী।

বৃহস্পতিবার হঠাৎই সেখানে পুলিশের অভিযান শুরু হয়। বিকেলের পর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহিদ মিনার চত্ত্বরে। নির্ধারিত দেওয়া সময় বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিবাদীরা না ওঠায় শেষে ধড়পাকড় শুরু করে পুলিশ।