অবতক খবর,২৬ আগস্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অশোকনগর পৌরসভার পক্ষ থেকেও নেওয়া হয়েছে ভ্যাক্সিনেশনের সেই উদ্যোগ।

যে সমস্ত মানুষ আগে আধার কার্ড পুরসভায় জমা দিয়েছিলেন, তাদের মধ্য থেকেই পুরসভার পক্ষ থেকে ফোন করে ডেকে নেওয়া হচ্ছে এবং কুপন দিয়ে নাম্বারিং সিস্টেমে দেওয়া হচ্ছে ভ্যাকসিন।
তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে পুজোর পরে, তাই আগে ভাগে ভ্যাকসিন দেওয়ার কাজ সেরে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন অশোকনগর পৌরসভার পক্ষ থেকে।

সকাল থেকেই অশোকনগর শহীদ সদন প্রেক্ষাগৃহের সামনে সাধারণ মানুষের ভিড়।

এই নিয়ে আমরা কথা বলেছিলাম অশোকনগর পৌরসভার উপ পৌর মুখ্য প্রশাসক অতীশ সরকারের সাথে।

তিনি জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ের একটা আশঙ্কা রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের কথা ভেবে অশোকনগরের পৌর এলাকায় তিনটি সেন্টার থেকে প্রতিদিন ভ্যাক্সিনেশনের কাজ চলছে।প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এভাবে আর কিছুদিন চালাতে পারলে পৌর এলাকার প্রায় সব মানুষের ভ্যাক্সিনেশনের কাজ সম্পন্ন হবে।

এই নিয়ে আমরা কথা বলেছিলাম ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের সাথে তারা আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন আমরা কাগজপত্র জমা দিয়েছিলাম ভ্যাকসিনের জন্য তৃতীয় ঢেউয়ের একটি আশঙ্কা রয়েছে তার আগে ভ্যাকসিন পাচ্ছি এতেই আমরা খুশি।