অবতক খবর,১১ জুনঃ‌ তৃণমূলের ঘর ভাঙল কংগ্রেস – অশোকনগরে অভিষেক ব্যানার্জী আসার কয়েক ঘন্টা আগেই তৃণমূলে ভাঙ্গন অশোকনগর বাঁশপুল পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান – উপ প্রধান এবং অঞ্চল সভাপতি সহ কয়েকশো তৃণমূল কর্মী যোগদান করেন কংগ্রেসে।

প্রাক্তন পঞ্চায়েত প্রধান, উপ প্রধান , পঞ্চায়েত সমিতির সভাপতি সহ শতাধিক স্থানীয় তৃণমূল নেতা কর্মী কংগ্রেসে যোগদান করল। বারাসতের কংগ্রেসের কার্যালয়ে এসে যোগদান করেন তারা।

স্থানীয় নেতৃত্ব সম্মান দিচ্ছে না। ভোটে লড়তে টিকিটও দেবেনা । দলের বর্তমান প্রজন্মের কাছে হেনস্থা হতে হচ্ছে। তৃণমূল করায় ভোটাররা সমালোচনা করছে। ঘরে বাইরে সম্মানহানির হাত থেকে বাঁচতে দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন তিন প্রাক্তন জনপ্রতিনিধি সহ শতাধিক কর্মী সমর্থক।প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি আব্দুস সাত্তার তাদের দলে যোগদান করান। কংগ্রেস সূত্রের খবর, অশোকনগর থানা এলাকার বাঁশপুল গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান জিন্না খায়ের মন্ডল ও হাবড়া ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার পাইন তাদের অনুগামীদের নিয়ে যোগদান করেছে। জিন্না খায়ের মন্ডল বলেন, ” তৃণমূলে থাকলে দলে ও বাইরে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলটার ভবিষ্যৎ অন্ধকার। তাই কংগ্রেসে যোগ দিলাম। অতীতে এই দলটাই করতাম।দিলীপ কুমার পাইন বলেন, ” যারা দল চালাচ্ছে তাদের সঙ্গে রাজনীতি করা যায় না। ঘরের ছেলে ঘরে ফিরলাম।”

আব্দুস সাত্তার বলেন, “ওরা আগে কংগ্রেস করত। তৃণমূল তৈরির সময় দল ছাড়ে। এখন কংগ্রেসে ফিরেছে। “