অবতক খবর,৩০ জানুয়ারিঃ ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ অল ইন্ডিয়া কিষান ও ক্ষেতমজদুর সংগঠনের পক্ষ থেকে। সোমবার দুপুরে ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে গাড়িতে ধান লোড করে এই ডেপুটিসেনে সামিল হন কৃষকরা। সংগঠনের তরফ থেকে জানা গিয়েছে বহু কৃষকদের অভিযোগ ধান বিক্রির জন্য প্রায় একাধিক বার তারিখ দিলেও কৃষক বাজারে সরকারি দামে ধান বিক্রি করতে পারেননি কৃষকরা। তাই আজ কৃষকরা মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে গাড়িতে করে ধান লোড করে বিক্রি করতে আসেন বলে অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজদুর সংগঠনের পক্ষ থেকে। এর আগেও একাধিক বার মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

তাই তারা ইসলামপুর ব্লকের যেসব কৃষকরা এখনও পযন্ত সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে পারেননি তারা ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে কৃষকদের ধান নিয়ে হাজির হয়েছেন। এবং যতক্ষণ পর্যন্ত কোনও সুরাহা পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজদুর সংগঠনের জেলা সম্পাদক দয়াল সিংহ জানিয়েছেন।