অবতক খবর,২৮ মার্চ : ৮১ নং জাতীয় সড়ক চলছে রাস্তা সম্প্রসারণের কাজ। সেই জাতীয় সড়ক অর্ধসমাপ্ত ও কর্দমাক্ত থাকায় ওই রাস্তায় আটকে গেল দমকলের ইঞ্জিন। সোমবার গভীররাতে ঘটনাটি ঘটেছে চাঁচল, হরিশচন্দ্রপুর-৮১ নং জাতীয় সড়কের রহমতপুর এলাকায়। এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার দুইপাশেই মাটি খুঁড়ে রেখেছে ঠিকাদার কর্তৃপক্ষ। সামান্য বৃষ্টিতে তাই সেই রাস্তোয় মাটি খোঁড়ার জেরে এলাকা কাদায় পরিণত হয়। ফলে দমকল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স বিভিন্ন যানবাহন আটকে পড়ছে ওই রাস্তায়।

বাসিন্দাদের আরোও অভিযোগ, অনিয়মভাবে কাজ করছে সড়ক কর্তৃপক্ষ। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে তুলসিহাটার দুটি এলাকায় আগুনের ঘটনা ঘটে। তুলশিহাটা অগ্নিনির্বাপক কেন্দ্রে পর্যাপ্ত কর্মী না থাকায় চাঁচল অগ্নিনির্বাপক কেন্দ্র থেকে ইঞ্জিন নিয়ে রওনা দেয় দমকলকর্মীরা। মাঝপথে আটকে পড়ে দমকলের গাড়ি। ফলে অনেকটা সময় ব্যয় হওয়ায় ইঞ্জিন রেখে অন্য গাড়িতে তুলশিহাটায় যান চাঁচলের দমকল কর্মীরা। এই অর্ধসমাপ্ত রাস্তার জেরেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের।