গতকাল তালিবানিদের বেত্রাঘাত দেখলাম, মস্তক মুণ্ডন করানো দেখলাম, একটি নারীকে গুলি চালিয়ে হত্যাদৃশ্য দেখলাম…

অমাবস্যা রাতের কবিতা
তমাল সাহা

রাষ্ট্রপুঞ্জ বলে নাকি কি একটা আছে
আমি জানিনা তার কাজ
সে বোধহয় কবন্ধ!

ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি নামেও
কি যেন একটা আছে
এর কাজও আমি জানি না
তবে বোধ করি এর চোখও অন্ধ।

অন্ধ বা কবন্ধ যাই হোক
তারা আছে, আছে,আছে।
তারাও কি বিশ্ব পুঁজিবাদীদের কাটমানি খায়?
মানবতা তাহলে কি করে বাঁচে!
বিশ্বায়ন শব্দটি বাতাসে উড়ে যায়…

ঈশ্বর পৃথিবী ভালোবাসা
এই তিনটি শব্দের মানে
কোনো প্রাজ্ঞজন সত্যিই কি জানে?
তবে মানুষের কেন এত হাহাকার
বসুন্ধরা গ্রাস করে শয়তানে?

মানুষ শব্দটি কি অবলুপ্তির পথে!
ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ঘেঁটে চলি
নিঃশব্দে ঘনঘোর এই অমাবস্যা রাতে।