অবতক খবর,১৬ নভেম্বর,ডায়মন্ড হারবার: প্রকাশ্য বিয়ে বাড়িতে চলো গুলি। আতঙ্কিত এলাকাবাসী। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে কপাট হাটে একটি ভিলাতে অনুষ্ঠান চলছিল ।সেই সময় এক যুবক বন্দুক নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করে তারপরে শূন্যে গুলি চালায়। গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বিয়েতে আসা অতিথিদের মধ্যে। ঘটনা খবর পেয়েছে ডায়মন্ডহারবার থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবারে বসন্তপুরের ছেলে নাজিমুল্লা গাজীর সঙ্গে ডায়মন্ড হারবারে পারুলিয়ার মেয়ে জাসমিনা খাতুনের বিয়ের অনুষ্ঠান ছিল। মঙ্গলবার সকাল থেকেই বিয়ে বাড়ি উপলক্ষে ভিলাতে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল।

দুপুরের অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল সেই সময় এক যুবক মদ্যপ অবস্থায় গিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গুলি চালায়। গুলি চালানোর পর স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে বিয়ে বাড়িতে আশা অতিথিরা। অভিযুক্ত যুবকের নাম বাপ্পা মোল্লা। ইতিমধ্যে অভিযুক্ত যুবকের খোঁজে ডায়মন্ড হারবার থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। উল্লেখ্য মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবারে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করতে আসেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে প্রশাসনিক বৈঠকে ঘিরে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা শহর। অভিষেক ব্যানার্জির প্রশাসনিক বৈঠক স্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলি চালানোর ঘটনা স্বাভাবিকভাবেই পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।