অবতক খবর,২১ জানুয়ারি: নৈহাটি বিজনা পুরনো পাম্প সংলগ্ন অঞ্চলের একটি কাঠগুদামের কাছে চুপিসারে ভরাট হয়ে যাচ্ছে এক বিশাল পুকুর। এই পুকুর ভরাটের পদ্ধতিও বেশ অভিনব। পুকুরে যেটুকু মাটি ফেলে ভরাট করা হচ্ছে সেইটুকু জায়গায় উপরে কাঠের পাটাতন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এইভাবেই একটু একটু করে ভরাট হয়ে যাচ্ছে পুকুরটি। এই পুকুরটি ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে। তবুও নজর নেই প্রশাসনের। তারা কি সব দেখেও না দেখার ভান করছেন? নাকি তাদের চোখে ধুলো দিয়েই চলছে এই কাজ? এই প্রশ্ন তুলে দিয়েছেন স্থানীয়রা। এর পাশাপাশি স্থানীয়রা এও জানান,এই পুকুর ভরাট করছে গৌতম পাইন নামে ব্যক্তি।

তিনি পুকুর ভরাটের যে কায়দাটি শুরু করেছেন,তা সত্যিই অভিনব। তবে কি এইভাবেই পুকুর মাফিয়ারা একের পর এক পুকুর ভরাট করে যাবে আর নীরব ভূমিকা পালন করবে প্রশাসন? এই প্রশ্নই এখন উঠেছে।