অবতক খবর,৭ আগস্ট: আজ দুপুরে ধর্মঘট তুলে নিলেন ট্যাংকার মালিকরা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আবেদনে সাড়া দিয়ে অবশেষে মিটল এই সমস্যা। টানা ৭২ ঘন্টা ধর্মঘটের পর দুপুর দুটো থেকে শুরু হয়ে গেছে লোডিং, বিভিন্ন পাম্প দ্রুত পৌঁছে যাবে তেল। তবে নতুন টেন্ডার আপাতত স্থগিত রাখা হয়েছে। পুরোনো টেন্ডারেই চলবে কাজ।

শুক্রবার ট্যাংকার মালিকদের সঙ্গে বৈঠকে বসেন আইওসির কর্তারা। তবে ধর্মঘট উঠে গেলেও মেলেনি কোন সমাধান সূত্র। আইওসির কর্তারা সাত দিনের সময় চেয়ে নিয়েছেন।