অবতক খবর,৩ ডিসেম্বর: নদিয়া হরিনঘাটা থানার অন্তর্গত কাস্টডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সাতশিমুলিয়া এলাকায় ঘনবসতিপূর্ণ গ্রাম রয়েছে। তাদের বিভিন্ন সময়ে দাবি ছিল, নিমতলা থেকে চাকদা গামী যে যে রাস্তা রয়েছে সেখানে সেই রাস্তায় কোনো বাম্পার বসানো নেই। যার ফলে যেকোন মুহূর্তে এই রাস্তায় ছোট কিংবা বড় দুর্ঘটনা ঘটছে। কোন কোন সময় প্রাণ চলে যায় পথচারী এবং সাধারন মানুষের। অবশেষে একটি নাবালকের প্রাণ গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যায়। যার ফলে দীর্ঘক্ষণ যানজট হয়ে পড়ে থাকে নিমতলা ও চাকদা এই রোড।

যার ফলে স্থানীয় প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের আধিকারিকরা এসে গ্রামবাসীদের সাথে কথা বলে দীর্ঘক্ষণ পরে অবরোধ উঠিয়ে দেন। তাদের আশ্বাস দেওয়া হয় যে, তাদের দাবি মানা হবে। অবশেষে আজ রীতিমতো প্রশাসন তার সক্রিয় ভূমিকা এবং কথা দিয়ে কথা রাখলেন। এক সপ্তাহের মধ্যে যে বাম্পার করে দেওয়ার কথা ছিল সেই বাম্পার বসানো হলো রাস্তার মাঝামাঝিতে। এর ফলে খুশি গ্রামবাসীরা।

গ্রামবাসীরা জানান, অবতক খবরকে ধন্যবাদ। খবরের জেরে প্রশাসনের রীতিমতো টনক নড়েছে এবং বাম্পার বসেছে রাস্তায়।