অবতক খবর,১৬ জুন: পুলিশ সূত্র মারফত খবর গত ১১ই জুন চিনার পার্কের একটি অভিজাত হোটেলের ছয়তলা পুরো ভাড়া নেওয়া হয়েছিল। পার্টিতে অনেকেই উপস্থিত ছিলেন। অভিযোগ মহিলাকে মাদকাসক্ত করে একাধিকবার ধর্ষণ করা হয়।

গতকাল বাগুইআটি থানায় মহিলার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ এর ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে বাগুইহাটি থানার পুলিশ। ভাস্কর ব্যানার্জি, চিরঞ্জিব সূত্রধর ও ইন্দ্রাণী দাসকে নামে তিনজনকে আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ করা সহ একাধিক ধারা রুজু করা হয়েছে আজ আদালতে পেশ করা হবে । মহিলাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, গোপন জবানবন্দির জন্য মহিলাকে আদালতে পাঠানো হবে।

তদন্তে নেমে পুলিশ হোটেলে গিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছে ওইদিন হোটেলে পার্টি চলছিল 602 নম্বর ঘরে ওই মহিলাকে তারা একবার দেখতে পেয়েছিল, সমস্ত ঘটনার তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ।