অপারেশন নোমিনেশনঃ পঞ্চায়েতি রাজ ‘২৩
তমাল সাহা

বঙ্গোপসাগর উপকূল আমাদের বাসভূমি। আম্ফান, ইয়াস কত সব ঘূর্ণিঝড় দেখেছি। চাল-চোর ত্রিপল-চোর নেতাদেরও মুখ দেখেছি। সঙ্গে দেখেছি ভাত শূন্য হাঁড়ি নিয়ে তীব্র জলস্রোতের দুর্বার গতি। মুখ থুবড়ে পড়ে আছে কত গাছ, কত কাঁচা ছাউনি, উড়ে গেছে কত টিনের চালা‌।
ভোট ঝড়ের সংবাদ এখন গাঙ্গেয় বাতাসে। শব্দ আগুন খুনের খবর নিয়ে আসে, কাঁপে তার দেহ ত্রাসে। সেও এখন সন্ত্রাসের মুখোমুখি।

মুড়ি মুড়কির মত বোমা পড়ে। অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, ওই যে গন্ধক সোরা মোমছাল বারুদের গন্ধ উড়ে মিশে যায় শ্বাস-প্রশ্বাসে। স্প্লিংটার,ইট-পাথরের টুকরো, টিয়ার গ্যাসের শেল, গুলির খোল, চটি ইতস্তত ছড়িয়ে আছে রাস্তায়। পরপর উল্টে আছে নেতা ও পুলিশের গাড়ি। জানালার কাঁচ ভাঙচুর। নেতার গাড়িতে মজুত বোমাও পাওয়া যায়।

দোকানিদের মুনাফা হয়েছে খুব। এক দোকানদার বলে, বারবার আসুক ভোট। বিক্রি বাটা বেড়ে যায়।
গামছায় ঢাকতে হবে মুখ যেন না চিনতে পারে কেউ। চারিদিকে ছড়ানো ছিটানো খোচর অনেক আছে,আছে অনেক ফেউ।
অদ্ভুত কাপড়ের দোকান! বস্ত্রালয়ে বস্ত্র আছে, গামছা নেই। দীর্ঘ পরিমাপের গামছার কদর বেশি। দশকর্ম ভাণ্ডারেও গামছা হাওয়া। শয়ে শয়ে গামছা বিক্রি হয়ে গেছে‌। মুখ গামছায় ঢেকে সমতল জুড়ে ভোট বিপ্লবীরা ঘোরে।

হিট এণ্ড রান পদ্ধতিতে চলে নমিনেশন বন্ধের অপারেশন। বিরোধীদের রুখে দিতে হবে চালাও অ্যাকশন।
খেলা হবে‌ খেলাতে ক্রিকেট গুরুত্ব পেয়ে যায়। উইকেট হাতে ভোট মস্তানেরা ঘুরে বেড়ায়। কোথায় যেন পাঁচশোর বেশি উইকেট বিক্রি হয়ে গেছে।
বাতাস উঠল বলে, ধর্ষিতা গণতন্ত্র, নিম্নপ্রদেশ থেকে রক্ত ঝরে। নিহত গণতন্ত্র মাটিতে পড়ে আছে।

পুলিশের সামনেই শাসকের মস্তান চলাফেরা করে। বোমা ফিস্ফোরণের ঝলসানো দাগ এখানে ওখানে দেখা যায় রাস্তার উপরে।
দোকানি খুব খুশি। দ্বিগুণ দামে বিক্রি হয়ে গেছে সব— কোদালের বাট,সুতলি, জালকাঠি, পেরেক, গামছা, বাঁশ।
লেখা হচ্ছে ভোট বিষয়ক উন্নয়নের ইতিহাস।
এখনো ভোটের দিন বাকি। সবাই জানে সেদিন পড়বে কত লাশ!

বিক্রি হয়ে গেছে প্রচুর মাস্ক
ভোটে জিততে হবে এ তো রিহার্সাল!
পরীক্ষায় দিন হবে চূড়ান্ত অ্যাকশান, এ তো হোমটাস্ক!