ভাই বিপ্লবী রাজনীতি করতো। পুলিশি এনকাউন্টারে খুন। বোন এবার রাজনৈতিক বন্দীদের ভাইফোঁটা দিল।

অন্য ভাইফোঁটা
তমাল সাহা

ভাই তো ছিলই একটা
গতবার দিয়েছিলাম রক্ত দিয়ে ফোঁটা।
রাজনীতি করতো—
পুলিশি এনকাউন্টারে
হাইওয়েতে পড়েছিল লাশটা।

রাস্তায় গড়ায় ভাইয়ের খুন
ভেতরে রেখেছি পুষে তুষের আগুন।

এবার রাজনৈতিক বন্দী ভাইদের
দিয়ে এলাম ফোঁটা।
মনে মনে বলি অন্য সুরে–
যম দুয়ারে পড়লো কাটা,
বদলা নিতেই হবে রে ভাই!
দেশ যে যায় রসাতল।
তোদের হাভে দিলাম তুলে পিস্তল।