নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : হাওড়া :    হাওড়া আলমপুর গুরু নানক পাবলিক স্কুলের বিরুদ্ধে অন্যায় ভাবে অতিরিক্ত ফিস নেওয়ার অভিযোগ উঠল। গত বছর থেকে কভিড ১৯ এর কারণের জন্য স্কুল বন্ধ কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে বাড়ি থেকে।

অভিভাবকদের অভিযোগ গতবছর কম্পিউটার জেনেটার ফিস চাপিয়েছিল কিন্তু আবেদন করার পর স্কুল কর্তৃপক্ষ শুনেছিলেন। কিন্তু এই পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি যেহেতু বাড়িতে বসে অনলাইন ক্লাস চলছে তাহলে কম্পিউটার জেনারেটর ফিস কি জন্য দেব প্রশ্ন তোলেন এবং সেই টাকা কোথায় যাচ্ছে তারও হিসাবের দাবি তোলেন ম্যানেজমেন্ট এর কাছে। এইসব দাবি নিয়ে সকালবেলা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন প্রায় ২ – ৩ ঘন্টা।

২ রা এপ্রিল স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেয় তার কোনো সদুত্তর আসেনি তারপরে অবরোধ করে অভিভাবকরা। অবশেষে পুলিশ আসে অভিভাবকদের পক্ষ থেকে ৪ জন প্রতিনিধি কে নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসায় তারপর অবরোধ তুলে নেয়।