অবতক খবর,১ মার্চঃ বেশ কয়েক মাস ধরে কামারহাটি,সোদপুর ও খড়দহের বিভিন্ন এলাকায় ৪ টি অটো চুরির অভিযোগ আসছিল। অটোচালকদের অভিযোগের ভিত্তিতে খড়দহ থানার পুলিশ তদন্ত শুরু করে।তদন্ত করার পরে পুলিশ জানতে পারে ডানলপ থেকে ব্যারাকপুর রুটের তৃণমূল অটো ইউনিয়নের সম্পাদক অজিত সাউ এই অটো চুরির ঘটনার সঙ্গে জড়িত।খড়দহ থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে খড়দহ স্টেশন রোড থেকে অটো সহ অভিযুক্ত তৃণমূল ইউনিয়নের সম্পাদক নেতা অজিত সাউ কে গ্রেফতার করে।ধৃতকে জেরা করে চুরি যাওয়া অটো কোথায় আছে তার জিজ্ঞাসাবাদের কাজ চালাচ্ছে খড়দহ থানার পুলিশ পাশাপাশি এই ঘটনায় খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার জানিয়েছেন,যে দোষ করবে সে উপযুক্ত শাস্তি পাবে,পুলিশ পুলিশের কাজ করবে,ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জয় সাহা বলেন,বিভিন্ন জায়গায় অটোর দৌরাত্ম চালাচ্ছে এই ধরনের তৃনমূলের সম্পাদকের নামধারী নেতারা,আরো কোন কোন জায়গায় অটো চুরির ঘটনা ঘটেছে সেটা এই নেতাকে জেরা করেই পাওয়া যাবে,এই ধরনের ঘটনা তৃণমূলের নামধারী নেতা ছাড়া আর কারোর দ্বারা সম্ভব নয়।