অবতক খবর,২৭ জুলাই,মালদা:উচ্চমাধ্যমিকে অকৃতকার্য বিক্ষোভকারী ছাত্রীদের সামনে আত্মহত্যার প্রসঙ্গ তুলে বিতর্কে জড়ালেন হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। হবিবপুর ব্লকের আর এন রায় গার্লস হাই স্কুলের ছাত্রীদের বিক্ষোভের মধ্যে বিজেপি বিধায়কের আত্মহত্যা প্রসঙ্গের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি বিধায়কের বিক্ষোভকারী ছাত্রীদের সামনে যেভাবে বলেছেন “যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যদি কেউ আত্মহত্যা করে তার দায় কে নেবে” এরকম  বিভ্রান্তিকর এবং প্ররোচনামূলক বক্তব্য নিয়ে চরম নিন্দা করেছে স্কুল কর্তৃপক্ষ এবং জেলা তৃণমূল নেতৃত্ব।  এমনকি বিজেপি বিধায়ক বিক্ষোভকারী ছাত্রীদের সঙ্গে থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা চালায় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের বুলবুলচন্ডী আর এন রায় গার্লস হাই স্কুলে।  গত শনিবার বিক্ষোভের মধ্যে বিজেপি বিধায়ক গিয়ে ছাত্রীদের সামনেই তাদেরকে আত্মহত্যার কথা বলছেন। বিজেপি বিধায়কের বিক্ষোভকারী ছাত্রীদের প্রতি উদ্দেশ্য করে আত্মহত্যার কথা পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে। আর যা নিয়ে এখন প্রতিবাদ করেছেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ।এদিকে পুরো বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।