অবতক খবর,৩১ মার্চঃ বহরমপুরে কাজী নজরুল ইসলাম হোম থেকে ১১ জন ছাত্র স্কুলে যায়। স্কুল ছুটি হলেও তারা ঘুরে হোমে ফেরেনি। এই নিয়েই চিন্তিত হোম কর্তৃপক্ষ। লিখিতভাবে নিখোঁজ এর অভিযোগ করা হয় বহরমপুর থানায়। এখনো পর্যন্ত ওই 11 জন ছাত্রকে খোঁজ চালাচ্ছে পুলিশ প্রশাসন। কি কারনে তারা হোমে ফেরেনি, সেই নিয়ে চিন্তিত সকলে।
ABTAK EXCLUSIVE