অবতক খবর,১ এপ্রিলঃ হুগলি জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের উদ্যোগে। ১৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো। ব্লাড ডোনেশন ক্যাম। ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন। সুবীর ঘোষ মহাশয়। বৈদ্যবাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান। শান্তনু দত্ত। ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরের উপস্থিত থাকলেও। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পা সরকার অনুপস্থিত ছিলেন । রক্তদান শিবির অনুষ্ঠিত হলেও।
স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাতে পৌর মাতা শম্পা সরকার উপস্থিত ছিলেন না। এবং তার কোন সহযোগিতা চোখে পড়েনি। এবং স্থানীয় সূত্রে যেরকমটি জানা যাচ্ছে। ওয়ার্ডের কোন কাজকর্মের সাথে সেই ভাবে থাকেন না তিনি । মানুষকে কোন পরিষেবা তিনি দিতে পারছেন না। তৃণমূলের বোর্ড হলেও তৃণমূলের জয়ী কাউন্সিলর শম্পা সরকার । কেন উপস্থিত ছিল এই এই ব্লাড ডোনেশন ক্যাম্পে। তাহলে কোথাও কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে বৈদ্যবাটি পৌরসভায়।