নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৪শে ডিসেম্বর :: শিলিগুড়ি :: দার্জিলিং এর ছেলে হর্ষবর্ধন শৃঙ্গলা আমেরিকায় ভারতীয় রাজদূত নিযুক্ত হলেন|গতকাল রাত্রে আমেরিকায় বিদেশমন্ত্রকে খবর দেন নিযুক্ত ভারতীয় প্রতিনিধি সুনিধি সায়গল|
হর্ষবর্ধন বলেন আমার এই সন্মান ভারতবাসীর কারনেই|হর্ষবর্ধন শৃঙ্গলা রাজস্থান থেকে বারো classপাশ করেন তারপর উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যান,তিনি এর আগেও আমেরিকার বিদেশমন্ত্রকে কার্যনির্বাহক হিসাবে নিযুক্ত হয়েছিলেন|গতকাল তাকে আনুষ্ঠানিক ভাবে এই পদ দিলো আমেরিকার বিদেশমন্ত্রক|