অবতক খবর,২৪ মেঃ মিডডে মিল কর্মীদের বেতন প্রতিমাসে ২৬ হাজার টাকা ও পেনশন প্রদান, বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি, গঙ্গা ভাঙন প্রতিরোধ সহ নানাবিধ দাবি নিয়ে সামসেরগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করলো বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিটু। বুধবার বিকেলে সামসেরগঞ্জ বিডিও অফিসের সামনে সভা করার পাশাপাশি বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয় সিটুর পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর সামসেরগঞ্জ ব্লক সম্পাদক মোহাম্মদ আজাদ, সিপিআইএমের ধূলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাসসার হোসেন, প্রাক্তন বিধায়ক তোয়াব আলী, রোবজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন বিডিও অফিসে ডেপুটেশন প্রদানের পাশাপাশি গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাট্টা প্রদান, জমির রেকর্ডে দূর্ণীতি বন্ধ করা, চাষ যোগ্য জমি থেকে মাটি কাটা বন্ধ করার দাবিতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয় সারা ভারত কিষান সভার পক্ষ থেকে। অবিলম্বে যাবতীয় দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বাম কৃষক সভার নেতৃবৃন্দ। একইদিনে দুই দফা কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় সামসেরগঞ্জ থানার পক্ষ থেকে।