অবতক খবর,৩ জানুয়ারি: জগদ্দলের তৃণমূল কর্মী বিক্কি যাদব খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল সাংসদ অর্জুন সিংহের ভাইপো পাপ্পু সিং। প্রথমে তাকে পাঁচ দিন পুলিশি হেফাজতের পরে আরো ৭ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলো ব্যারাকপুর আদালত। ৭দিন হেফাজত শেষে আজ তাকে পুনরায় বারাকপুর আদালতে নিয়ে আসা হলো।
তার জন্য গোটা আদালত চত্বর কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গোটা এলাকায় মোতায়ন করা হয়েছে প্রচুর সংখ্যক র্যাফ।যদিও আদালতে ঢোকার সময় পাপ্পু সিং আগের দিনের মতনই বলেন আমাকে ফাঁসিয়েছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।