অবতক খবর,২ এপ্রিল: সর্বভারতীয় আর্য মহাসভার মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী মনিষ আমীন তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ইসলামপুর ডোমকল এবং করিমপুর প্রতিটি জায়গায় মানুষের সাথে জনসংযোগ করলেন পায়ে হেঁটে। প্রতিটি মানুষের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী মনিষ আমীন তিনি বলেন আমরা নতুন দল যার বয়স এক বছর।
কেউ এখানে রাজনীতিবিদ নয় আমরা এই সমাজের উন্নয়নে সর্ব ধর্ম বর্ণের মানুষ আজ এই সমাজ পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছি। আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ান তাহলেই দুর্নীতি মুক্ত এক সমাজ আমাদের পরবর্তী জেনারেশনের কাছে তুলে ধরতে পারবো। সেই কারণেই ভোটে নামা জানান তিনি। তিনি আরো বলেন নতুন দল, নতুন চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে বাস্তবে রূপায়িত করতে আপনাদের দোরে দোরে কলমের নিব চিহ্নে ভোট দেবার আবেদন জানাই।মনিষ আমীন তিনি জানান আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের মধ্যে অভূতপূর্ব সারা পাচ্ছি।
এক বছরে বয়সের একটি নতুন দলের পক্ষে আমাদের কাছে মানুষের মধ্যে যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা সত্যিই অভিভূত বললেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মনিষ আমীন।