সম্পূর্ণ অরাজনৈতিক।ইরানের নারীদের পক্ষে সওয়াল
কেশদাম পতাকা হয়ে ওড়ে
তমাল সাহা
আমি আর রাজনৈতিক কবিতা লিখছি না
ইরানের নারীরা রাস্তায় বেরিয়ে পড়েছে কাতারে কাতারে
আমি বহুদিন পর মুক্ত নারীদের সৌন্দর্য দেখছি
রমণীয় কলস্বরে পরিপূর্ণ হয়ে গেছে মহাশূন্যের আকাশ
নারীরা কেশদাম কেটে পতাকা বানিয়ে টাঙিয়ে দিচ্ছে রাস্তার মোড়ে মোড়ে
বাতাসে উড়ছে নারীদের বিন্যস্ত কৈশিক নিশান
আমি নতজানু হয়ে পড়ে আছি তাদের পদপ্রান্তে
কারণ এমন নয়া পদ্ধতির প্রতিবাদ আমি তো কখনো দেখিনি
এমন ঐতিহাসিক প্রতিবাদ শুধু নারীরাই করতে পারে
নারীরা হিজাব খুলে পুড়িয়ে দিচ্ছে
আমি দেখছি আগুনের উত্তাপে তাদের রক্তিম অবয়ব
নৈতিকতা পুলিশ গাশত-ই-এরশাদ বাহিনীর মুখোমুখি বিদ্রোহিনীরা
নারীরা উল্টে দিচ্ছে পুলিশের গাড়ি
লাঠিচার্জ আর কার্তুজের আওয়াজকে স্তব্ধ করে দিচ্ছে তরুণীরা
টিয়ার গ্যাসের স্পর্শে তাদের নীলাভ আঁখিগুলো আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠছে
রাজপথের ম্যাকাডমে উজ্জ্বল রক্তপ্রবাহ
ন’টি নারীর দেহজ সৌষ্ঠব সূর্যস্নান সেরে নিচ্ছে
নারীদের নিজস্ব নিজস্ব ঐশ্বর্য আছে
নারীরা প্রতিবাদের হাত ধরে লিখছে সৌন্দর্যের কবিতা
আমি আর রাজনৈতিক কবিতা লিখছি না