ঘটনা ঘটে চলে। সময় লিখে চলে স্বরলিপি

সময়ের দৃশ্য
তমাল সাহা

১) দুরন্ত চটি

তোমার চটি হাওয়াই
আমার চটি উড়ন্তৃ
চোখে পরিষ্কার দেখলে তো
কার চটি বেশি দুরন্ত!

২) অশনি

অগ্নিকোণে মেঘ জমেছে
সঞ্চিত মেঘে বজ্রপাত ও অশনি।
বঙ্গীয় সব চটি ঝড়ের মতো
উড়ে যাবে নাকি নবান্নের দিকে
তৎপরতা দেখি এখনই!

৩) ক্ষয়িষ্ণু শিরদাঁড়া

কবি শাসক করছে করুক জড়াজড়ি।
কনডোম পরা লেখক নই
কনডেমের আয়োজন করি।

মানসিক মেরুদন্ড ভেঙে গেলে
শিরদাঁড়া এমনিতেই ক্ষয়ে যায়।
যত বৌদ্ধিক কবিতা লেখো
অজস্র পাতায় পাতায়!

৪) ব্রেকিং নিউজ

আমার ছোট্ট ভাই খুঁদে সাংবাদিক গুড্ডু জানালো এইমাত্র–
উনি উঠেছেন রেগে মেগে তেড়ে
চটি পরা নাকি দিচ্ছেন ছেড়ে!
চটির পাল্টা চটি,এতো তার অপমান!
ভেঙে দিয়েছে তার আত্মসম্মান।

৫) হুঁশিয়ারি

আজ আপনার ঘোর দুর্দিন!
যাকে ইচ্ছে পদ দিন।
তার আগে তাদের
স্থাবর অস্থাবর সম্পত্তি দেখে নিন।

এদের আমরা জানি
তলে তলে সম্পদ আছে বেআইনি!

কে কবে ঠুকে দেবে মামলা
সামলাতে হবে বিকাশ বাবুর হামলা!