অবতক খবর,৯ মে: শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের উপর দুর্ঘটনা।একটি টোটোকে পিষে দেয় লরি।টোটোর আরোহিদের মৃত্যু!
জানা গেছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মৃত লক্ষ্মী সিং(৪০)
মৃত ঋতিকা সিং(১৬)
মৃত সেখ হাসমত আলি(২৮) টোটো চালক।
আহত নিধি সিং(৯)
কলকাতার হাসপাতালে ভর্তি।
ভূষন স্টিল কারখানার চিকিৎসক রমেশ সিং এর শ্যালিকা লক্ষ্মী ও তার মেয়ে ঋতিকা।
নিধি রমেশ সিং এর মেয়ে।
বাঙ্গীহাটিতে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল।সেখান থেকে কোন্নগরে ফেরার জন্য টোটোয় চাপে।
কোন্নগর পুরসভার দশ নম্বর ওয়ার্ড আনন্দম মোরে তাদের বাড়ি।
স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল ৮ নাগাদ শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল টোটোটি।পিছন থেকে একটি লরি সজোরে গিয়ে ধাক্কা মারে।ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে পিষে দেয়। দুমড়ে মুছরে যায় টোটো। উত্তেজিত জনতা ঘাতক লরি সহ কয়েকটি লরিতে ভাঙচুর চালায়।দিল্লী রোড অবরুদ্ধ হয়ে পরে।পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ করে জনতা।বেপরোয়া লরি চালানোর ফলে এই দূর্ঘটনা বলে অভিযোগ।দূর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে।টোটোয় থাকা এক যাত্রীকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলের উদ্দেশ্যে চন্দননগর পুলিশের উচ্চ পদস্থ কর্তারা রওনা দিয়েছেন। ঘাতক লরিচালক ও লরিটিকে আটক করেছে পুলিশ।
DC অর্ণব বিশ্বাস জানান, সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে আসে একটি টোটো ওভারটেক করে তাকে ধাক্কা মেরে কিছুটা দূর নিয়ে যায় এরপরে অন্য একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে। ঘটনা তিনজনের মৃত্যু হয় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ করে যে ট্রাফিক থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে থাকে না। সে বিষয়ে আগামীকাল আমরা স্থানীয়দের নিয়ে একটি আলোচনা করব। রাস্তা নিয়ে স্থানীয়দের যে অভিযোগ রয়েছে সেটিও আমরা পি ডব্লিউ আধিকারিকদের দেখে সমস্যাটা সমাধান করব ।