অবতক খবর,৫ নভেম্বর : লটারি রহস্যের ধোঁয়াশা কোনওভাবেই কাটছে না। যতদিন যাচ্ছে আরও ঘনীভূত হচ্ছে রহস্য। অনুব্রত মণ্ডলের কোটি টাকার লটারি পাওয়ার তদন্তে নেমে শুক্রবার বোলপুরের লটারির দোকানে অভিযান চালিয়েছিল সিবিআই। তারপর তিন লটারি বিক্রেতাকে ডেকেও পাঠানো হয়েছিল বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। যদিও অনুব্রত মণ্ডলকে তাঁরা কোনও লটারির টিকিট বিক্রি করেননি বলে জানিয়েছেন। ফলে কে সেই লটারির টিকিট কিনেছিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা। তার খোঁজেই তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। আর এবার সেই প্রশ্নের জবাব সরাসরি বীরভূমের জেলা সভাপতির কাছ থেকেই পেতে চায় সিবিআই। শনিবার সকালে তাই আসানসোল সংশোধনাগারে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা।
ABTAK EXCLUSIVE