অবতক খবর,৪ এপ্রিল: বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীকে কুরুচীকর মন্তব্য তৃণমূলের চুঁচুড়ার বিধায়কের। প্রতিবাদে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে চুঁচুড়া থানার সামনে যাওয়া হয় সকাল ১১ টা ৩০ নাগাদ হ্যালো, থানা সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার।
দাহ করা হয় চুঁচুড়া বিধায়কের কুষপুতুলও। এরপরে দলের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ চুঁচুড়া থানার আইসির হাতে তুলে দেওয়া হয়।