অবতক খবর,২৮ ফেব্রুয়ারি,পূর্ব মেদিনীপুর:যতই দিন যাচ্ছে ততই নানা কৌশল অবলম্বন করে চলছে প্রতারণা। এবার তেমনই একটি প্রতারণার ঘটনা ঘটল
রামনগর বালিসাই পানিপারুল মোর এলাকায়। এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিল এক যুবক। কিন্তু তার সেই অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়। হাতেনাতে ধরা পড়ে যায় সে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এখানে মাঠে ১০ দিন ধরে মেলা চলে। ওই মাঠে পাশেই রয়েছে এটিএম। সেই এটিএম থেকে বেশ কয়েকজন টাকা তোলার চেষ্টা করে স্লিপ বেরোলেও টাকা আটকে যাচ্ছিল এটিএম এর মধ্যেই। এরপর তারা লক্ষ্য করেন এটিএমের বাইরে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। তাকে চেপে ধরতেই সে জানায় এটিএম হ্যাক করছিল সে। অর্থাৎ গ্রাহকরা টাকা না পেয়ে এটিএম ছেড়ে চলে যেতে এক অভিনব কৌশলে টাকা হাতে পেয়ে যায় ওই যুবক
জানা গেছে ওই যুবকের নাম তাপস দাস। এগরা থানা এলাকায় তার বাড়ি। কয়েকদিন আগে কাঁথিতেও একইভাবে এটিএম হ্যাক করেছিল সে। জেরায় এমনটাই জানিয়েছে ধৃত ওই যুবক।