অবতক খবর,৯ মে: রানীনগরের মরিচা এলাকায় তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি বাড়ি ভাংচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্র মারফত জানা যায়,আজ বৃহস্পতিবার সকালে রানীনগর থানার মালিবাড়ি-১ অঞ্চলের মরিচা নিচুপাড়া এলাকায় তৃণমূলকে ভোট দেওয়ায় তৃণমূলের একজন কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জোট কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর পরিবারের সদস্যরা জোট কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এরপর দুপুর বেলায় পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে। মরিচা নিচুপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের পাশাপাশি বাড়ি ভাংচুরের অভিযোগ ওঠে। পুরো এলাকা থমথমে রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।