অবতক খবর,২৮ জানুয়ারি, মালদা- রাজ্যপাল আনন্দ বোস খুব ভালো মানুষ। তাঁকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। গত কালকে করা মন্তব্য থেকে অনেকটাই সরে গিয়ে আজ বললেন দিলীপ ঘোষ। একইসাথে রাজ্যপাল্কে ঘিরে নিজের দলেই যে দুটি ভিন্নমত তৈরি হচ্ছে তা নিয়েও মুখ খোলেন তিনি।
পাশাপাশি আজ মালদায় এসে তিনি বলেন উত্তরবঙ্গ আলদা রাজ্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বাংলা কোনমতেই ভাগ হবে না। যেমন আছে তেমনই থাকবে। আজ গৌড় এক্সপ্রেসে মালদায় নামেন দিলীপ ঘোষ। মালদার গৌড় ভবনে বিশ্রাম নিয়ে যাবেন রায়গঞ্জ। সেখানে দলীয় কর্মসূচি সেরে আবার ফিরবেন মালদায়।