বাংলাদেশী গরু পাচারকারীকে গুলি করলো বিএসএফ

অবতক খবর,২৮ জানুয়ারিঃ শনিবার ভোর রাতে কোচবিহার জেলার মাথাভাঙ্গা এক ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চোঙ্গাখাতা এলাকায় বাংলাদেশ সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হলো এক বাংলাদেশী পাচারকারী। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী আহত ওই বাংলাদেশি নাম মোঃ আলম (৩০) । তার বাড়ি বাংলাদেশের লালমনিহাট জেলার ইসলামপুর ডাঙ্গাপাড়া বাসিন্দা ।

আহত ওই বাংলাদেশি পাচারকারী বর্তমান কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে শনিবার ভোর রাতে পাচারকারীর ১০ জনের একটি দল সীমান্ত জমায়েত হয় ।সেই সময় বিএসএফ তাদের বাঁধা দেয় তবে তারা বিএসএফ উপর হামলা চালায় পরবর্তীতে বিএসএফ আত্ম রক্ষায় গুলি চালায় । বাকি পাচারকারীরা পালাতে সক্ষম হলেও মুহম্মদ আলম পায়ে গুলি লাগে । তাকে উদ্ধার করে প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ধৃত বাংলাদেশী গরু পাচারকারী মোঃ আলম স্বীকার করে নেন তিনি গরু পাচার করছিলেন বলে। পাশাপাশি তিনি জানিয়ে দেন তাদের ১০ জনের একটি দল ছিল যারা গরু পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। বিএসএফের সাথে সংঘর্ষের সময় অন্যরা পালিয়ে গেলেও তিনি আহত হয়েছেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন গরু পিছু ৫০০০ টাকার কথা হয়েছিল।