অবতক খবর,১ সেপ্টেম্বরঃ মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শিক্ষক বন্ধু প্রকাশ ঘোষ , তার গর্ভবতী স্ত্রী এবং এক সন্তান খুন এবং বহরমপুরে ভর সন্ধ্যায় কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুন হন। জিয়াগঞ্জ সপরিবারে শিক্ষককে খুন করায় উৎপল বেহারা অভিযুক্ত হন এবং বহরমপুর সুতপা চৌধুরী খুনের অভিযুক্ত সুশান্ত চৌধুরী কে গতকাল বৃহস্পতিবার ফাঁসির আদেশ দিয়েছেন বহরমপুরের দ্রুত নিষ্পত্তি আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্তোষ কুমার পাঠক।
এই দুই কেসে জিয়াগঞ্জ বন্ধু প্রকাশ খুনের আই ও ছিলেন জিয়াগঞ্জের ইন্সপেক্টর গোবিন্দ বিশ্বাস , বর্তমানে তিনি সিআই লালবাগ পদে কর্মরত। বহরমপুরে সুতো পা চৌধুরী খুনে আয়ছিলেন সাব ইন্সপেক্টর অনিমেষ চ্যাটার্জি বর্তমানে তিনি ওসি ,সালার। পুলিশ সুপার সুরিন্দর সিং তিনি জানান বর্তমানে এই দুই কৃতি পুলিশ অফিসার পুরস্কৃত হবেন বলে তিনি জানান।