অবতক খবর,২১ এপ্রিল,মালদা:- মালদায় তৃণমূলের জেলা কমিটির বৈঠকে আচমকাই চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জননেত্রীকে সামনে দেখেই সভা কক্ষে রীতিমতো দলের জেলা নেতৃত্বের মধ্যে হুলস্থুল পড়ে যায়। লোকসভা নির্বাচনের মুখে মালদার দুই কেন্দ্রের প্রার্থীদের নিয়েই রবিবার বিকাল পাঁচটায় তৃণমূলের জেলা নেতৃত্ব গোপন বৈঠকের আয়োজন করেছিল।

আর সাড়ে পাঁচটায় হঠাৎ করেই মালদা শহরের টাউন হলেই তৃণমূলের সেই আভ্যন্তরীণ নির্বাচনী বৈঠকেই প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । টাউন হলের সভা মঞ্চে এসে অন্তত ১৫ মিনিট বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সেখানেই তিনি দলের দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার ক্ষেত্রে কড়া নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, বিজেপির প্রতারণার ফাঁদে যাতে দলের কোন নেতা-নেত্রী এবং কর্মীরা না পড়েন এব্যাপারে দুই লোকসভা কেন্দ্রের প্রতিটি বূথ স্তরে গিয়ে বিজেপির প্রতারণার ফাঁদ এড়ানোর বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।